খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলা পৌরসভার নজিরটিলা গ্রামে অবৈধভাবে পাহাড় কাটা ও আবাসিক এলাকায় বালু উত্তোলনের দায়ে জসিম উদ্দিন(৫৭) ওরপে বাঘা জসিম নামে এক ব্যক্তিকে পৃথক দুই মামলায় ৩লাখ টাকা জরিমানা করেছে।

পরে জরিমানার অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তকে সাজা পরোয়ানামূলে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ওরপে বাঘা জসিম পৌরসভার নজিরটিলা গ্রামের মো: আবদুল হকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫এর ৬(খ) ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫ধারা মোতাবেক পাহাড় কাটায় ২লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ২মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪(খ) ধারা লংঘণের অপরাধে এই আইনের ১৫(১) ধারায় আরো ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করায় অভিযুক্তকে কারাগারে প্রেরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মানস চন্ড দাস এ প্রতিবেদককে জানান, পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা-পাহাড়কাটা প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।