গণহত্যা দিবসে ইবি ছাত্রলীগের আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চের ভয়াল কালরাত ও গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে ইবি শাখা ছাত্রলীগ।

শনিবার (২৫ মার্চ) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ আলোর মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসএসটি) হয়ে ডায়না চত্তর প্রদক্ষিণ শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে এ সমবেত হয়।

পরে সেখানে মোমবাতি জ্বালিয়ে এ দিবসে গণহত্যার শিকার সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এছাড়াও সহ- সভাপতি তন্ময় সাহা টনি ও আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান ও সহ -সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ ও ছাত্রলীগ নেতা শাহীন আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও রবিবার বেলা বারোটার দিকে ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের তত্তাবধায়নে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এরপর স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ ম্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।