গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরশহরের প্রাণকেন্দ্র চারমাথা বনফুল হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর পার্শ্বের মার্কেটে এঘটনা ঘটে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, কাউন্সিলর মোখলেছুর রহমানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম স্থানীয় জনগনের সহায়তায় প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে ভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী তাদের ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শাওন মেশিনারী- প্রোঃআব্দুল হাসিব শাওন,সততা মিলস এন্ড মেশিনারী- প্রোঃবজলুর রশিদ,আর,এম ট্রেডার্স-প্রোঃ সোহেল রানা রতনের ৩টি দোকান,শামীম ষ্টোর -প্রোঃ শামীম,অহন মটরস প্রোঃ ছাইদুজ্জামান এর নাম জানা গেছে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।