গাইবান্ধার সাদুল্লাপুরে উচ্চ মূল্যে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে সার বিক্রির অপরাধে সবুজ সার বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান এ জরিমানা করেন।

এসময় তিনি বলেন, সবুজ সার বিতানের ডিলার আলহাজ্ব শফিয়ার রহমান উচ্চ মূল্যে সার বিক্রি, অবৈধভাবে সার আমদানী ও পাচার, ক্যাশ ম্যামো ছাড়াই সার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে এ জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার খাজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুল আলম বসনীয়, আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান।