গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতালীগের কর্মী সম্মেলন

কৃষক শ্রমিক জনতালীগ গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন গতকাল বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনের আগে সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সম্পাদক প্রেন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, অন্যতম সদস্য এটিএম সালেক হিটলু, মঞ্জুরুল আলম বিমল, জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, কেন্দ্রীয় যুব আন্দোলনের হাবিবুন নবী সোহেল, মিঠুল সিদ্দিকী, জেলা নারী আন্দোলন সভাপতি আরজুমান ফারজানা চৌধুরী, সাধারণ সম্পাদক রুনা আকতার, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রিফাত চৌধুরী, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, আব্দুল মতিন আকন্দ, জুয়েল মিয়া, আল তাজকিন, সুমাইয়া খানম, কামরুজ্জামান বুলেট প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক অ্যাডভোকেট আলফা আরসালান খান।

বক্তারা বলেন, প্রতিবছর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়, লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়, আর সামান্য কৃষি ঋণ কৃষকরা পরিশোধ করতে না পারার কারণে তাদের জেলে যেতে হয়। মুক্তিযুদ্ধের সময় দেশ মাতৃকার মান অক্ষুন্ন রাখতে কৃষকরাই লাঙল ছেড়ে স্টেনগান হাতে ধরেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলাদেশ গঠন করার লক্ষ্যে লুটপাটকারীদের হাত থেকে দেশটাকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।