গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হল দেড়শ’ কোটি টাকায়!

বিলাসবহুল কোনো গাড়ি নয় এবার কেবল একটি গাড়ির নম্বর প্লেট বিক্রি হল ৫৫ মিলিয়ন দিরহামে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের।

দেশটিতে বিলাসবহুল গাড়ি থেকে বিশেষ নম্বরযুক্ত নম্বর প্লেটেরই দাম সাধারণত বেশি হয়ে থাকে। এসব নম্বরপ্লেট আভিজাত্যের জানান দেয়।

সম্প্রতি রেকর্ড ১৫৭ কোটি ৪৩ লাখ টাকায় বিক্রি হয়েছে পি-৭ নম্বর প্লেটটি। ‌‘মোস্ট নোবেল নাম্বার’ নামের একটি দাতব্য নিলামে এটি ৫৫ মিলিয়ন দিরহামে বিক্রি হয়।
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের চালু করা ‘ওয়ান বিলিয়ন খাদ্য উপহার’ এর অংশ হিসেবে এই নিলাম অনুষ্ঠিত হয়।

১৬ বছর ধরে ৫২ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি হওয়া নম্বর প্লেট ছিল সবচেয়ে দামি নম্বর প্লেট। সেই জায়গা দখল করে নিয়েছে শনিবার বিক্রি হওয়া নম্বর প্লেটটি। এদিন নিলাম শুরু হয় ১৫ মিলিয়ন দিরহামে। মুহূর্তেই দাম উঠে যায় ৩০ মিলিয়নে। একপর্যায়ে ৫৫ মিলিয়ন দিরহামে নম্বর প্লেটটি বিক্রি করা হয়। তবে নম্বর প্লেটটির ক্রেতার ইচ্ছায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। ‌