চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী বিবেকানন্দের ১৬১ তম শুভ জন্মতিথি উৎসব পালিত

শনিবার (১৪ জানুয়ারি) হাজীগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে পালিত হয় যুগচার্য স্বামী বিবেকানন্দের ১৬১তম শুভ জন্মতিথি উৎসব। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ভোর ৫টা হতে ক্রমান্বয়ে মঙ্গলারতি, বৈদিক মন্ত্রপাঠ, ভজন ও স্তোত্রপাঠ, বিশেষ পূজা, হোম ও ভজন সঙ্গীত, স্বামীজির প্রতিকৃতিসহ আশ্রম পরিক্রমা ও পুষ্পাঞ্জলি প্রদান কার্যক্রম, বেলা সাড়ে ১১টায় স্বামী বিবেকানন্দ উপর শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবাময়া আনন্দ জী মহারাজের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার মিলন, কার্যকর সদস্যদের মধ্যে ডা প্রদীপ কুমার দত্ত, তপন কুমার পাল, সত্য ভ্রত ভ্রদ মিঠুন, লিটন পাল, সীমা মিশ, উপদেষ্টা পরিষদের সদস্য যুগল কৃষ্ণ হালদার, শারদেশ্বরী সংঘের সদস্য রেবা হালদার ও বিবেকানন্দ ছাত্রাবাসের সকল ছাত্ররা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান গুলোতে শত শত ভক্ত বৃন্দ প্রসাদ গ্ৰহণে করেন।
আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ, আরাত্রিক, প্রার্থনা ও ভজনসঙ্গীত অনুষ্ঠিত হয়।