জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ শিবগঞ্জ, শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, সহকারী প্রোগ্রামার মাহফুজার রহমান, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সবুজ, শহিদুল ইসলাম সহিদ, ইউপি সচিব হেলাল উদ্দিন, মকবুল হোসেন মীর, রাশেদ শেখ, খায়রুল আনাম, তৌহিদুর রহমান, মাসুদুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গতঃ শিবগঞ্জ উপজেলা জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনে রাজশাহী বিভাগের মধ্যে প্রথম হয়েছে শিবগঞ্জ উপজেলা। আর বগুড়া জেলার মধ্যে ১ম হয়েছে দেউলী ইউনিয়ন পরিষদ। এ সাফল্য সম্ভব হয়েছে এ উপজেলার জন্ম ও মৃত্যুর হার নিবন্ধনের জন্য।