জবি শিক্ষার্থীর ইসলাম ধর্ম গ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) ১৭ তম আবর্তনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্ণব দাস সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় আহমাদ কাবির। ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন, কিভাবে ইসলামের প্রতি টান আসলো সে ব্যাপারে তিনি জানিয়েছেন।

আসসালামুয়ালাইকুম
আহমাদ: ওয়ালাইকুম সালাম।

আপনি পরিবারের কত তম সন্তান?
আহমাদ: আমি পরিবারের চতুর্থ সন্তান, আমি পারিবারের সবার ছোট। আমরা ছিলাম তিন বোন আর আমি।
কবে থেকে ইসলাম নিয়ে আগ্রহী হলেন?
আহমাদ: ২০১৬ সালে আমার মেজো বোন ইসলাম ধর্মগ্রহণ করেন। আমার বোনের বন্ধুরা তাকে ভালো ভালো বই দিত সেগুলো নিয়ে পড়াশোনা করে আপু বুঝতে পারে আসল ধর্ম ইসলাম । এরপর ই আমার মনে ইসলামের প্রতি তাড়না জাগে।

আপু যে মুসলিম হলেন, কেন হলেন? এর পিছনে কারণ কি? তখন আপু আমাকে বলতো তুই ও ইসলাম নিয়ে যাছাই বাছাই করে দেখতে পারিস, তখন থেকেই আমি চিন্তা করতাম ইসলাম নিয়ে। এরপর আস্তে আস্তে প্রায় ৪ বছর আগে ইসলাম ধর্মের বিষয়গুলো দেখা শুরু করি।

কোন মাওলানা বা স্কলারকে অনুসরণ করে ইসলামের প্রতি বেশি টান জাগে
আহমাদ: আমি মূলত ডা. জাকির নায়েকের ভিডিওগুলো দেখতাম আমরা বন্ধুরা সব সময় বলতো এগুলো দেখতে পারিস। কোনটা সত্য, কোনটা মিথ্যা দেখলে বুঝতে পারবি। দেখলে ত আর কিছু হয়ে যাবি না এটাই বলতেন আমার বন্ধুরা। আমাকে কেউ ই জোর করেনি আমি ভিডিও ওয়াজগুলো দেখতাম। ডা. জাকির নায়েক ছাড়াও মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজগুলো দেখা শুরু করি। ওয়াজগুলো শুনতে শুনতে আমি আরো গভীরভাবে আকৃষ্ট হই।

এত দ্রুত ইসলাম গ্রহণ করার কারণ যদি বলতেন
আহমাদ: সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো প্রায় তিন মাস আগে ঘুমন্ত অবস্থায় কয়টা স্বপ্ন দেখি তার ভিতর একটা ছিল আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখতেছি নামাজ পড়তেছি। এরপর আমি ভাবতে লাগলাম আমি কি হেদায়েত পেতে দেরি করে ফেলতেছি? তাই দ্রুতই মার্চের ১০ তারিখ বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

নামাজ কবে থেকে পড়া শুরু করলেন?
আহমাদঃ আমি ইসলাম ধর্ম আগে থেকেই মেনে নিয়েছিলাম, আগে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম, ১০মার্চের পর প্রকাশ্যে নামাজ পড়া শুরু করছি।

নাম পরিবর্তন কিভাবে করেছেন
আহমাদ: এফিডেভিট করে নাম পরিবর্তন করেছি।
কিভাবে এখন অর্থনৈতিক ভাবে চলছেন?
আহমাদঃ এলাকার বড় ভাই স্থানীয় সুধিজন কাছের বন্ধু বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সহযোগিতায় চলতেছি।
পড়াশোনা কই করতেন?
আহমাদ: আমি বাড্ডার বেরাইদে পড়াশোনা করেছি। এখন ত আল্লাহর রহমতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছি।
এখন কোথায় থাকা হচ্ছে, পরিবার কি বলছে?
আহমাদ: আমি পুরোপুরি পরিবার থেকে আলাদা এখন বন্ধুর সাথে বাড্ডার বেরাইদে তার পরিবারের সাথে থাকতেছি। বর্তমানে পরিবার ছেড়ে বন্ধুদের সাথে থেকে পড়াশুনা চালিয়ে যাচ্ছি। আর পরিবারের ত মন খারাপ হবেই।
এখনো দেখা হয় বাবা মায়ের সাথে?
আহমাদঃ যেখানে আছি এখান থেকে আমার পরিবার কাছাকাছি কিন্তু পরিবারের সাথে যোগাযোগ নেই কারো সাথে এখনো দেখা হয়নি।
আপনার বোন কই আছেন যিনিও আগে ইসলাম গ্রহণ করেছেন
আহমাদ: আপু এখন তার হাসব্যান্ড নিয়ে বাসাবো থাকেন।
আপনার পরিবার অফিসিয়ালভাবে কোন কিছু করেছে কি না?
আহমাদ: না এখনো আমার বিষয়ে তারা অফিসিয়ালভাবে কিছু করেনি। সবার মন খারাপ আমাকে তারা বড় করেছেন অনেক কিছু বললেও আমি ইসলামের প্রতি অটল আছি এবং থাকবো ইনশাআল্লাহ। গত তিন থেকে চার বছর ধরে নিজের সাথে সংগ্রাম করে সবকিছু ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।