ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের প্রতি রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে ইরান।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি ঘোষণা দেন, গেল বছর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যায় জড়িত প্রমাণিত ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তাকে গ্রেফতারের জন্য ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
গণমাধ্যমকর্মীদের ইসমাইলি বলেন, ইসলামি রিপাবলিক অব ইরান, হত্যার নির্দেশদাতা এবং হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি দেশটির বিপ্লবী গার্ডের বিদেশ শাখা কুদস বাহিনীর প্রধান ছিলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের সারমর্মে সংস্থার বিচার বহির্ভুত হত্যাকাণ্ড প্রতিরোধ বিষয়ক বিশেষদূত অ্যাগনেস ক্যালামার্ড, কাসেম সোলাইমানির হত্যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পেন্টাগন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডসহ দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য ইন্টারপোলের প্রতি এটি ইরানের দ্বিতীয় আবেদন।
জুনে ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে জানিয়েছে তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

কিন্তু ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন প্রত্যাখ্যান করে। জানায়, ইন্টারপোলের নীতি অনুযায়ী ধর্মীয়, উগ্রবাদ, সামরিক, রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপের অধিকার নেই তাদের।