দহন ছবিতে এবার সুষমা

বড় পর্দা ও ছোট পর্দা দুই পর্দাতেই সমান তালে অভিনয় করে চলেছেন সুষমা সরকার। ক্যারিয়ারের শুরু থেকেই নাটক ও টেলিফিল্মে অভিনয় করে আসছেন তিনি। যে কারণে ছোটপর্দায় তার চাহিদাও রয়েছে বেশ। ছোট পর্দার বাইরেও বেশ গুরুত্বের সাথে অভিনয় করছেন বড় পর্দাতেও। এখন পর্যন্ত বেশকিছু সিনেমা’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া গেছে তাকে।

এবার নতুন করে যুক্ত হলেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবিতে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুষমা সরকার। তার চরিত্রের নাম দিনা। এরইমধ্যে ‘দহন’র শুটিং-এ অংশ নিয়েছেন তিনি।

সুুষমা বলেন,‘ এর আগেও আমি জাজ প্রযোজিত চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে রায়হান রাফির নির্দেশনায় এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি। তরুণ এই নির্মাতা বেশ গুছিয়ে এবং অনেক যত্ন নিয়ে কাজ করেন। আমি তার নির্দেশনায় কাজ করে সন্তুষ্ট। আশা করছি পোড়ামন-টু’র মতো দহন’ চলচ্চিত্রটিও দর্শকের মন জয় করে নিবে।’

এদিকে গেলো ঈদে সুষমা সরকার অভিনীত মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এই টেলিফিল্মে মেহজাবিন চৌধুরীর ভাবীর চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, যার চরিত্রটি টেলিফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে মেহজাবিনকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়াও শিহাব শাহীনের ‘শেষ পর্যন্ত’, আবু হায়াত মাহমুদের ‘ছোট ছেলে’তে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

সুষমা আরও বলেন,‘ ছোটপর্দার কাজ আমাকে বছরজুড়ে কাজ করার অনুপ্রেরণা যোগায়। অভিনয় আমার পেশা। তাই যখন যেখানে কাজ করার সুযোগ আসে নিজেকে প্রমাণের চেষ্টা করি এখনো। যারা আমাকে নিয়ে কাজ করেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

এই অভিনেত্রী নতুন পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এবং দুটি নতুন চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। ধারাবাহিকগুলো হচ্ছে শিহাব শাহীনের ‘লিপস্টিক’, সুমন আনোয়ারের ‘সুখী মীরগঞ্জ’, অরন্য আনোয়ারের ‘ফুল এইচডি’, মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’ এবং গোলাম সোহরাব দোদুলের আরেকটি ধারাবাহিক নাটক। এদিকে সুষমা এরইমধ্যে শেষ করেছেন বুলবুল জিলানীর ‘রৌদ্রছায়া’ ও নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের কাজ।