দিনাজপুরের বীরগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দিনাজপুরের বীরগঞ্জে ২৪কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ডাকেশ্বরী বগুড়াপাড়া গ্রামের মৃত টুনু প্রামানিকের ছেলে মোঃ ইউনুস (৫৩) এবং সুজালপুর ইউনিয়নের চাকাই কামারপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে মোঃ বাবুল হোসেন (৩৬)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গন্যমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩।
র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া)ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার বিকেলে র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেশন কোম্পানী-১ দিনাজপুর গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাদক বিরোধী অভিযান চালায়।

অভিযানে পৌরশহরের সেতাবগঞ্জ রোডস্থ করতোয়া কুরিয়া সার্ভিসের সামনে ফাঁকা স্থান হতে মোঃ ইউনুস এবং মোঃ বাবুল হোসেনকে ২৪কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, এ ব্যাপারে র‌্যাবের পক্ষে নায়েব সুবেদার মোঃ আকরাম হোসেন বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।