নওগাঁর রাণীনগরে দিনের বেলায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে সাইফুল ইসলাম নামে এক সাংবাদিকের পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাণীনগর প্রেসক্লাবের সিঁড়ির নিচ থেকে এ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে থানা পুলিশ অভিযানে নেমেছে।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান,১০ জুলাই সোমবার সকাল ৯টায় রাণীনগর প্রেস ক্লাবের সিঁড়ির নিচে মোটরসাইকেল রেখে হলরুমে আয়োজিত এক সভায় যোগ দেন। সভা শেষে দুপুরে নিচে নেমে দেখতে পান সিঁড়ির নিচে রাখা তার ব্যবহৃত নওগাঁ-ল ১২-৫৯৪৪ নম্বর বিশিষ্ট ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। খোঁজাখুজির পরও মোটরসাইকেটি না পাওয়ায় থানা পুলিশকে জানালে পুলিশ কয়েকটি সিসিটিভি ফুটেজের সুত্র ধরে মোটরসাইকেল উদ্ধার এবং চোরকে ধরতে অভিযান শুরু করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, বিষয়টি জানার পরই পুলিশ মাঠে নেমেছে। আশা করছি দ্রুতই চুরির ঘটনার সঙ্গে জড়িত চোরকে আটক করাসহ মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।