নেত্রকোণার খালিয়াজুরীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় খালিয়াজুরীতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান।

দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে খালিয়াজুরী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন ও শিক্ষা প্রতিষ্টান।
পরে পুলিশ ও আানসার বাহিনীর অংশগ্রহণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের মধ্যে কুচকাওয়াজ অনুষ্টিত হয়। কুচকাওয়াজ শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।

ডিসপ্লের মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের ইতিহাস ও মহান মুক্তিযোদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ ও বীজয়ের গাথা তুলে ধরা হয়। দেশত্ববোধক গানের সঙ্গে নৃত্যু পরিবেশন করেন শিক্ষাপ্রতিষ্টানের কোমলমতী শিক্ষার্থীগণ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্টানের নাচ গানে ফুটে উঠে বাংলার আবহমান রূপ ও প্রকৃতি।