নেত্রকোনার মদনে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

নেত্রকোণা মদনে সরকারিভাবে শুরু হয়েছে অভন্তরীণ বাজার থেকে বোরো ধান সংগ্রহ। মঙ্গলবার ২৩ মে) উপজেলা খাদ্য গুদামে তালিকা ভূক্ত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। প্রতি কেজি নির্ধারিত ৩০ টাকা দরে প্রথম দিনে ২০০ কেজি বোরো ধান সংগ্রহ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক
শেখ হোসেন সানোয়ার উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, কৃষক আনোয়ার হোসেন, প্রমূখ।

ওসিএলএসডিআবু ছালেক বলেন, সরকারিভাবে
মদন উপজেলা থেকে এ বছর ৪৯২ জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৪৭৬ মেট্রিক টন ধান সংগ্রহের
লক্ষ্যমাত্রা রয়েছে। অর্দ্রতা পরিমাপক যন্ত্রের সাহায্যে সহনীয় মাত্রায় যাচাই এবং ডিজিটাল ওয়িং
স্কেলের মাধ্যমে পরিমাপ করে সরাসরি তালিকাভূক্ত
কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে।