নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গাদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ

পতাকা বৈঠকের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় উত্তেজনা কিছুটা কমেছে। তবে মিয়ানমার সেনাবাহিনী এখনো ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ নো-ম্যানস ল্যান্ডে আটকে পড়া রোহিঙ্গাদের।

এর আগে বেশ কিছুদিন ধরেই বান্দরবানের ঘুমধুম সীমান্তের তুমব্রু নো-ম্যানস ল্যান্ড এলাকায় মিয়ানমার সেনা সমাবেশ ও মহড়া চালালে দুদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে গত ২ মার্চ দু’ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে সৈন্য সমাবেশের কথা অস্বীকার করে মিয়ানমার।

রোহিঙ্গাদের অভিযোগ, পতাকা বৈঠকের পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো ভয় ভীতি দেখাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, নো-ম্যানস ল্যান্ড থেকে রোহিঙ্গাদের সরাতেই কৌশলে মিয়ানমার এমন তৎপরতা চালাচ্ছে।

তবে সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে বিজিবি। ঘুমধুম সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আতংক কাটেনি রোহিঙ্গা এবং স্থানীয়দের। এখনো নো-ম্যানস ল্যান্ডের আশেপাশে কাজ করতে যেতে পারছেন না স্থানীয়রা।