নড়াইলে মুক্তিপণের দাবিতে চায়ের দোকানিকে অপহরণ! অত:পর উদ্ধার

নড়াইলের শালনগর ইউনিয়নের ঝাউডাংগা গ্রামের চায়ের দোকানি খোকন শেখ (৪৫)কে অপহরণ করে মুক্তিপণের দাবিতে মারধর, অত:পর থানা পুলিশের সহযোগিতায় চায়ের দোকানি উদ্ধারের ঘটনা ঘটেছে।
গত ১৬ এপ্রিল বাতাসী বাজারের সায়েমের স-মিল থেকে মাকড়াইল গ্রামের শামীম ফকিরের নেতৃত্বে ৫/৭ জন মিলে তাকে চোখ বেধে মোটরসাইকেল যোগে মাকড়াইল গ্রামের গুচ্ছ গ্রামে নিয়ে একটা ঘরে আটকে রেখে। পরে ফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন এবং চায়ের দোকানদার খোকন শেখ কে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারধর করে।

খবর পেয়ে খোকন এর স্ত্রী ও থানা পুলিশের সহোযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করেন।

এ বিষয়ে শামীম ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন খোকন এর ছেলে মোটরসাইকেল চুরির ঘটনার জড়িত থাকায় খোকনকে ধরে নিয়ে যাওয়ার হয়েছিল, পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে শালনগর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এএসআই কামরুল ইসলাম বলেন, খোকন শেখ কে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।