পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমালের পানিতে ডুবে একজনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে ডুবে শহীদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ধুলাসার ইউপির আশাখালী এলাকায় বেড়িবাঁধের বাইরে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত শহীদুল ওই ইউপির অনন্তপাড়া গ্রামের আবদুর রহিমের ছেলে। ধুলাসার ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম জানান, বন্যার মধ্যে উচ্চ জোয়ার শুরু হলে শহীদুল বেড়িবাঁধের বাহির পাশ থেকে ভিতরে সাঁতার দিয়ে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু পানির তোরে তাকে ভাসিয়ে নিয়ে গেছে।

পরে দুর্ভাগা শহীদুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।মহিপুর থানার ওসি মো.আনোয়ার তালুকদার জানান, মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। কিন্তু আবহাওয়া এতোটাই খারাপ সেখানে এখনো থানা পুলিশ পৌঁছাতে পারেনি। তবে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে বলে জানান তিনি।