পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় দেখতে উৎসুক মানুষের ভিড়

পটুয়াখালীর মহিপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। বুধবার বিকাল ৫টায় উপজেলার লতাচাপলি ইউপির নয়াপাড়া মাঠে গ্রাম-গঞ্জ থেকে বিলুপ্ত প্রায় এ ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ১০ জন দক্ষ অশ্বারোহী অংশ গ্রহন করেন। এর আগে এদিন সকাল থেকে দৌড় দেখার আহবান জানিয়ে মাইকিং করে আয়োজক কারিরা। এছাড়া বিভিন্ন সাজে সজ্জিত করা হয় দৌড়ে অংশগ্রহণকারী ঘোড়াগুলোকে। ফলে বিকালে ওই মাঠে ছোট থেকে বড় সকল বয়সী বিপুল সংখ্যক উৎসুক মানুষের উপস্থিতি ঘটে। এ উপলক্ষে মাঠের আশপাশে নানান ধরনের দোকানপাট বসলে বেচা বিক্রির হিরিক পড়ে দোকানগুলোতে।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীসহ বিজয়ীদের হাতে আয়োজক কমিটির পক্ষে আকর্ষণীয় পুরুষ্কার তুলে দেন লতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লা। তিনি জানান, দীর্ঘ বছর পরে এমন একটি ঘোড় দৌড়ের আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে বেড়ে ওঠা শিশু,কিশোররা ঘোড় দৌড় দ্যাখেনি অনেকেই। তাই এমন আয়োজন। তবে প্রতিযোগিতায় আগত মানুষরা খুবই খুশি এবং তারা আনন্দ পেয়েছেন বলে জানান তিনি।