পটুয়াখালীর কলাপাড়ায় করোনায় নির্বাচন অফিস সহায়কের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন অফিস সহায়ক শহীদুল ইসলামের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৬ টায় কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হালদার জানান, ‘গত ২৫ জুন শুক্রবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শহীদুল ইসলাম। শনিবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে করোনা সনাক্ত হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।’

মৃত. শহীদুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাশবাড়িয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সাঁত দিনে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ৪৫ জনার শরীরে করোনা সনাক্ত হয়েছে, আর মৃত্যু বরণ করেছে একজন।
এ উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৪’শ জন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে কলাপাড়া হাসপাতালে করোনা ইউনিটে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।