পাকিস্তান সুপার লিগে দল হারালেন সাকিব, তামিম, মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের আগে নিজেদের প্রাথমিক দল গুছিয়ে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। আগামী বিশ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নিজেদের চূড়ান্ত দল সাজাবে অংশগ্রহণকারী ছয়টি দল।

ড্রাফটের আগে প্রাথমিক দল গোছানোর শেষে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো সুখবর নেই এবারের পিএসএলে। গতবার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান ভিন্ন ভিন্ন তিনটি দলে থাকলেও এবার ড্রাফটের আগে তাদের ছেড়ে দিয়েছে সবগুলো দলই।

গত মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে এবার আর ধরে রাখেনি কোয়েটা। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটসহ মোট ১৭ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস।

একই দল পেশোয়ার জালমিতে ছিলেন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। দুজনকেই ছেড়ে দিয়েছে পেশোয়ার। তাদের ধরে রাখা আট খেলোয়াড়ের মধ্যে জায়গা হয়নি সাকিব বা তামিমের। এছাড়াও এভিন লুইস-ডোয়াইন ব্রাভোর মতো খেলোয়াড়দেরও ছেড়ে দিয়েছে পেশোয়ার।

লাহোর কালান্দারের হয়ে খেলেছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার প্লেয়ার্স ড্রাফটের পরে নির্ধারিত হবে আসন্ন মৌসুমে কোন দলে খেলবেন মোস্তাফিজ। কারণ আনুষ্ঠানিক ড্রাফটের আগে তাকেও যে ছেড়ে দিয়েছে লাহোরের দলটি।

বাংলাদেশের খেলোয়াড়দের ধরে না রাখার অবশ্য কারণও রয়েছে দলগুলোর। কেননা আগামী বছরের যেসময়ে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে যখন চলবে পিএসএলের খেলা, তখন সাকিব, তামিমরা ব্যস্ত থাকবেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের হয়ে। সেসময় বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না বলেই মূলত তাদের কেউই দলে রাখেনি।