পাবনার আটঘরিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

পাবনার আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সাথে আটঘরিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২০ আগস্ট) আটঘরিয়া থানায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আটঘরিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ বিবরণের সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ শফিউল্লাহ শফি, সদস্য মোঃ নুরুল ইসলাম খান, সাইদুল ইসলাম আফ্রিদি মিঠুন প্রমুখ।

মতবিনিময় সভায় আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, আটঘরিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয় গেটে ইভটিজিংসহ সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আর এই কাজ করতে উপজেলার সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ আগষ্ট পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম স্বাক্ষরিত এক আদেশে আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) , জেলা বিশেষ শাখা, পাবনাকে অফিসার ইনচার্জ, আটঘরিয়া থানা হিসেবে পদায়ন করা হয়।