পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে সরকারী জমি দখল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের ফয়সাল মোল্লা নামে এক ব্যবসায়ী সাংবাদিক পরিচয়ে সরকারী জমিতে স্থাপনা নির্মাণ করেছেন।বিশাল আয়তাকারের এ অবৈধ স্থাপনাটি আঞ্চলিক মহাসড়কের পাশে নির্মাণ করলেও এখন পর্যন্ত চোখে পড়েনি কোন ভূমি কর্মকর্তার।সামান্য অর্থের বিনিময়ে এসব কর্মকর্তারা ম্যানেজ হন বলে জানান স্থানীয়রা।

ফয়সাল মোল্লা উত্তর মিঠাখালী গ্রামের মোঃ ফজলুল হক মোল্লার পুত্র। গুদিঘাটা বাজারে অটোরিকশার শো-রুম রয়েছে তার।পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও সাংবাদিক পরিচয় দিয়ে জেলা পরিষদের সরকারী জমিতে স্থাপনা নির্মাণ করেন তিনি। মঠবাড়িয়া সদর ইউনিয়ন তহশিল অফিস থেকে কাজ বন্ধ করে দিলেও অর্থের বিনিময়ে পুনরায় কাজ শুরু করেন তিনি।

উত্তর মিঠাখালী মৌজার ১১৬৬ নং দাগের এ জমি জেলা পরিষদের বলে নিশ্চিত করেছেন মঠবাড়িয়া সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মোঃ সাইদুর রহমান। এ জমিতে কোন ডিসিআর নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।তবে কাজ বন্ধ করার পর পুনরায় শুরু করার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি ওই তহশিলদার।

যদিও জমিজমা সংক্রান্ত নতুন আইনের প্রস্তাব অনুযায়ী, সরকারী জমি দখল করলে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, এক লক্ষ থেকে চার লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে বলে বিধান রয়েছে।

নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফয়সাল মোল্লা জানান,এ জমিতে আমার ডিসিআরের আবেদন করা আছে। কাজ করতে কোন বাধা নেই।

এ ব্যাপারে জেলা পরিষদ পিরোজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লিজ ছাড়া বা বেআইনীভাবে জেলা পরিষদের জমিতে স্থাপনা নির্মাণ করলে তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।