পূর্বাচলে নতুন হোম অব ক্রিকেট : পাপন

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে পূর্বাচলে নতুন হোম অব ক্রিকেট ও শেখ হাসিনা ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বিসিবির বার্ষিক সাধারণ সভায়(এজিএম) তিনি এসব কথা বলেন।

বহুল আলোচিত বিসিবির গঠনতন্ত্রের বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, আইসিসির দেয়া দিক-নির্দেশনা অনুযায়ী সংশোধনীগুলো যদি ওই সময় বিসিবির গঠনতন্ত্রে সংযুক্ত না করা হতো তাহলে বাংলাদেশকে বহিষ্কার করা হতো আইসিসি থেকে।

এসময় প্রেজেন্টেশনের মাধ্যমে বিসিবির সফলতা এবং আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০০০ সাল থেকে এ পর্যন্ত মারা যাওয়া কাউন্সিলরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিসিবির এই সাধারণ সভায় ১৭০জন কাউন্সিলরের মধ্যে ১৩৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। অনেক মামলা-মোকদ্দমা শেষে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত এজিএম ও বিশেষ সাধারণ সভা (ইজিএম)।