পেটে মিলল ১৮৭টি মুদ্রা!

বমি ও পেটের সমস্যা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। সার্জারির পর তার পেটে পাওয়া গেছে ১৮৭টি মুদ্রা। এসব মুদ্রার ওজন প্রায় দেড় কেজি। ভারতের কর্ণাটকের বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতাল এবং গবেষণা কেন্দ্রের ডাক্তাররা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

পেটে পাওয়া মুদ্রার মধ্যে ১ রুপির ৮০টি, ২ রুটির ৫১ এবং ৫ রুপির ৫৬টি মুদ্রা ছিল। চিকিৎসকরা জানিয়েছেন, ২/৩ মাসে এসব মুদ্রা গলাধঃকরণ করেছিলেন দিয়ামাপ্পা হরিজন নামের ওই ব্যক্তি।

দিয়ামাপ্পা হরিজনের বাড়ি কর্নাটকের রাইচুরে। ডাক্তার ঈশ্বর কালবুর্গি জানান, দিয়ামাপ্পা হরিজন সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। এ পরিস্থিতিতে রোগী কী করছেন তার ব্যাপারে নিজেই সচেতন থাকেন না।
দুই ঘণ্টা অপারেশনের পর সব মুদ্রা উদ্ধার করা হয় পেট থেকে। এনডিটিভি জানিয়েছে, বর্তমানে দিয়ামাপ্পা হরিজনের অবস্থা স্থিতিশীল আছে। তিনি সবার সাথে কথা বলছেন।