প্রতি বছর বিদেশে যাচ্ছেন ৬ লাখ শ্রমিক

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, গড়ে বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৬ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করে থাকে।

তিনি বলেন, বাংলাদেশ হতে বিশ্বের ১৬৫টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ২০১৬ সালে বিদেশগামী কর্মীর সংখ্যা ছিল ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন। ২০১৭ সালে তা বেড়ে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনে উন্নীত হয়েছে যা বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ। গড়ে বাংলাদেশ হতে প্রতি বছর প্রায় ৬ লাখ কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে থাকে।

মন্ত্রী বলেন, বিদেশে লোক পাঠাতে হলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। সরকারি অনুমোদন ছাড়া কোনো রিক্রুটিং এজেন্সি লোক পাঠাতে পারে না। সরকারের পাশাপাশি কেবল অনুমোদিত রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক পাঠাতে পারে।

আয়েন উদ্দিনের লিখিত প্রশ্নের জবাবে বলেন, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৭১ জন কর্মী কর্মসংস্থানের জন্য গমন করেছেন।