প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে ট্রাক্টর শ্রমিকদের মানবনন্ধন

ট্রাক্টর শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা ট্রাক্টর মালিক সমিতি। রোবরার (২৫এপ্রিল) বেলা ১১টায় শহরের মিশন মোড় চত্বরে ঢাকা– বুড়িমারী মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শহরের কালেক্টরেট মাঠে সকাল থেকে ট্রাক্টর নিয়ে জড়ো হয় ট্রাক্টর মালিক ও শ্রমিকরা। পরে বিক্ষোভ মিছিল বের করে তারা।

এসময় ট্রাক্টর নিয়েও সড়কে মিছিল করতে দেখা যায়। এতে শহরের যানজটের সৃষ্টি হয়। শেষে মানববন্ধনে অংশ নিয়ে বক্তরা বলেন, ট্রাক্টর সড়কে উঠলেই জরিমানার কবলে পড়ে। কোন কারণ ছাড়াই তিস্তা থেকে বুড়িমারী বিভিন্ন স্থানে প্রশাসনকে জরিমানা দিয়ে গাড়ি চালাতে হয়।

এছাড়াও বিভিন্ন সময় ট্রাক্টর আটকে রেখে চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে মামলা দিয়ে ছেড়ে দেয়া হয়। তারা মানবন্ধন থেকে ট্রাক্টর শ্রমিকদের উপর প্রশাসনিক হয়রানী বন্ধের দাবী জানান। এসময় জেলা ট্রাক্টর মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, ট্রাক্টর মালিক রফিকুল ইসলাম,সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।