প্রশ্নপত্র ফাঁসকারীকে ধরতে পুরস্কার ঘোষণার চিন্তা

সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষাটির প্রথম দিন বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় দিন বাংলা দ্বিতীয় পত্রের ৩০ মার্কের বহুনির্বাচনি অভীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর প্রায় ১ ঘণ্টা আগেই ফাঁস হয়েছে ফেসবুকে। এ অবস্থায় প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে বিরাট অংকের টাকা পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন শনিবার দুপুরে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান।

শিক্ষ সচিব বলেন, ‘আমরা হয়তো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। প্রশ্নপত্র ফাঁসকারীকে যদি কেউ ধরিয়ে দিতে পারেন, তাহলে এর বিনিময়ে আমরা বিরাট অংকের পুরস্কার পারি। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। রবিবার অফিস খুললে হয়তো আমরা এমন কিছু একটা করবো।’ তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস বন্ধে আমাদের ক্ষমতা অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব, তার সবকিছুই করেছি। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’