অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার (১৫ জুলাই) শপথ গ্রহণ করেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাওয়ার পর পদত্যাগ করেন। গভীর অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্ট বিক্ষোভের মুখে পালিয়ে তিনি প্রথমে মালদ্বীপ গিয়েছিলেন। সংকটটির জন্য জনগণ তার প্রশাসনকে দায়ী করেছে।

সংসদের স্পিকার শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাজাপাকসের পদত্যাগপত্র গ্রহণ করেন।

সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদানা বলেন, “এই অবস্থান থেকে, আমরা সাংবিধানিকভাবে নতুন একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে এগিয়ে যাবো।”

রাজাপাকসে বুধবারের মধ্যে পদত্যাগের অঙ্গীকার করলেও শেষপর্যন্ত তা রক্ষা করেননি। এর ফলে শ্রীলঙ্কায় রাজনৈতিক অনিশ্চয়তা ও ক্ষোভ আরও বৃদ্ধি পায়, যেখানে “গোটা বাসায় যান” এর স্লোগান কয়েক মাস ধরেই ধ্বনিত হচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, পদত্যাগে এই বিলম্ব প্রেসিডেন্ট হিসেবে তার দায়মুক্তির অধিকার থাকা অবস্থায়ই তাকে পালাতে সাহায্য করেছে।

তবে, এই কোণঠাসা নেতা সিঙ্গাপুরে শুধু যাত্রাবিরতি করতে পারবেন।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানায় যে, রাজাপাকসেকে ব্যক্তিগত সফরের জন্য প্রবেশাধিকার দেওয়া হয়েছে। মন্ত্রক বলে, “তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অনুরোধ করেননি এবং তাকে আশ্রয় দেওয়াও হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ অনুমোদন করে না।” সুত্রঃ ভিওএ।