ফরিদপুরের চরভদ্রাসনে সার্বজনীন পেনশন স্কিম উৎসব উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে পেনশন স্কিম রেজিষ্ট্রেশনের শুভ উদ্বধোন ঘোষণা করেন নিক্সন চৌধুরী।

একইদিন ঝড়ে ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের প্রত্যেককে নগদ তিন হাজার টাকা ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন নিক্সন চৌধুরী। এছাড়া কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় এগ্রি-অটোমেটিক ওয়েদার স্টেশন উদ্বোধন করার পাশাপাশি উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও গম, ভুট্রা, পেয়াজ, মসুর, খেসারী মুগ, চিনাবাদাম বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নিক্সন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. রফিকুল ইসলাম, থানা ওসি মো. সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ একেএম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, সার্বজনীন পেনশন স্কিম উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রাঙ্গনে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী দিয়ে চারটি ইউনিয়নের জন্য পৃথক বুধ বসানো হয়। এসব বুথে দিনভর উপজেলাবাসী সার্বজনীন পেনশন স্কিম হিসাব খোলেন। উপজেলার সোনালী ব্যাংক লিঃ, অগ্রনী ব্যাংক লিঃ ও রূপালী ব্যাংক লিঃ সার্বজনীন পেনশন স্কিমের হিসাবগুলো উন্মুক্ত করেন।