বগুড়ার শিবগঞ্জে কন্যা শিশু দিবসে শিশু সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনে দুই—মাস মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বিলহামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

নিরাপদ সড়ক দিবস—২০২৩ উদযাপন কমিটির শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নিসচার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, বিলহামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইমরানুল হক, সাবেক প্রধান শিক্ষক নেহেরুল ইসলাম, প্রধান শিক্ষক আনজুমনদ বানু, ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ।
বিলহামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আকতারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নামুজা—বুড়িগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুয়েল ইমলাম, সমাজ সেবক মনির মন্ডল, শিক্ষক তরিকুল ইসলাম, রেজিনা খাতুন, নিরাপদ সড়ক দিবস—২০২৩ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আলী, প্রভাষক রাজিকুল ইসলাম রনি, সদস্য সচিব আসাদুল্লাহ, নিসচার সদস্য রেশমা খাতুন, হেলান উদ্দিনসহ শতাধিক শিশু শিক্ষার্থী।

অন্যদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা প্রমূখ।