বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিশিস নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)র কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচিত সদস্যরা বুধবার (৪ জানুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২ নং এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রস্তবক অর্পণ করেন।

এসময় জবিশিসের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আবুল কালাম লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ৩২নং এর জাদুঘর পরিদর্শন করেন এবং ডাইরিতে অনুভূতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর ২০২২ তারিখে জবিশিসের নির্বাচনে আইনুল-লুৎফর পরিষদ জয়ী হয়। যেখানে সভাপতি পদে ড. আইনুল ইসলাম পেয়েছেন ২৯৩ ভোট, সহ সভাপতি পদে ড. মো. সারওয়ার পেয়েছেন ২৭৬ ভোট। কোষাধ্যক্ষ ড. মো. মিরাজ হোসেন পেয়েছেন ২৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. লুৎফর রহমান পেয়েছেন ৩৩৪ জন। যুগ্ম সাধারণ সম্পাদক ড. এ এম এম গোলাম আদম পেয়েছেন ২৯৩ ভোট। সদস্য পদে ড. মো. রফিকুল ইসলাম ২৬৫, আয়েশা আক্তার ২৬৮, ড. মো. আবুল হোসেন ৩৩৪ ভোট, ড. সৈয়দ অলম ২৭৪ ভোট, অধ্যাপক ড. মোঃ সিদ্দিকুর রহমান ৩২৮ ভোট, ড. নুরুল আমিন ২৫৩, ড. মো. আবুল মালেক ২৫২, ড. মো. রফিকুল ইসলাম, ২৫৫,দীপিকা মজুমদার ২৫৫,নুসরাত জাহান পান্না ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শিক্ষকদের এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়েছেন ৩০ জন শিক্ষক। তাদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে একজন করে নির্বাচিত হয়েছেন এবং সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হন।