বাগেরহাটের শরণখোলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

বাগেরহাটের শরণখোলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫এপ্রিল) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে ব্রি-৬৭ জাতের বোরো ধান প্রদর্শনী উপলক্ষে এই মাঠ দিবসে শতাধিক কৃষক ও কিষানী উপস্থিত ছিলেন।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হৃদয় হোসেন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ইউপি সদস্য খায়রুল ইমলাম শরীফ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা মশিউল আলম।

মাঠ দিবসের অনুষ্ঠান শেষে প্রদর্শনী চাষি মো. নাসির হোসেনের ব্রি-৬৭ জাতের বোরো ধানের প­ট পরিদর্শন করা হয়। ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বোরো ধান প্রদর্শনীর এই প­টটি স্থাপপন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন দেশের কোনো জমি অনাবাদি থাকবে না। প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন তিনি। আমরা প্রধানমন্ত্রীর সেই আহবান বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি।

কৃষি বিভাগের সহযোগিতায় প্রথম পর্যায়ে শরণখোলার কিছু কিছু এলাকায় ইতোমধ্যে বোরো ধান, সূর্যমুখী, ভুট্টা, গম, সরিষা, তরমুজসহ নানা প্রজাতির ফসলের চাষ শুর“ হয়েছে। আগামীতে উপজেলার সর্বত্র এসব ফসল চাষাবাদের পরিকল্পনা রয়েছে।