ইউপি নির্বাচন

বান্দরবানে যুবলীগ সভাপতির প্রচারণায় ছাত্রদল নেতা!

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় আগামি ২৮ নভেম্বর ৪ (চার) ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে আলীকদম সদরে নাছির উদ্দীন, ২নং চৈক্ষং-এ ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়ায় ফোগ্য মার্মা ও ৪নং কুরুকপাতায় ক্রাতপং ম্রো কে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

এদিকে, আলীকদম সদর ইউপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আলীকদম উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। ইতোমধ্যে তিনি কর্মী সমর্থকদের নিয়ে আলিকদম সদরের বিভিন্ন জায়গায় জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
এদিকে আনোয়ার জিহাদ চৌধুরীর নেতৃত্বে প্রচারণায় বিভিন্ন জায়গায় অংশ নিতে দেখা গেছে আলীকদম উপজেলা ছাত্রদল নেতা মিনহাজ উদ্দীন তানভীর সহ কয়েকজনকে। এনিয়ে আলীকদম সদরের সাধারণ জনগণের মাঝে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতা ফরিদ আহমেদের ছেলে মিনহাজ উদ্দীন তানভীর এর আগে বিভিন্ন সময় আওয়ামীলীগ বিরোধী মিছিল মিটিংয়ে নেতৃত্ব দিতে দেখা গেছে। এমন একজন নেতাকে প্রচারণায় দেখে আওয়ামী পন্থী সাধারণ জনগণের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তবে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরীর কর্মী সমর্থকরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থানীয় পর্যায়ে সাধারণ সকল শ্রেণী-পেশার মানুষ সম্পৃক্ত হয়। সুতরাং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার ধর্ম-বর্ণের মানুষ এর সমর্থনে ভোট পাওয়া জরুরী। এখানে কে কোন দলের, কোন বর্ণের সেটা বিবেচ্য বিষয় নয়। জনপ্রিয়তা আর জনসমর্থন জরুরী।