ব্রাভোর পর ওয়াসিম-পুরানে এমিরেটসের টানা দ্বিতীয় জয়

আবুধাবিতে ৪৯ রানে হারানোর পর শারজা ওয়ারিয়র্সকে এবার ৬ উইকেটে হারালো মুম্বাই এমিরেটস। আইএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলে দুটিই জিতলো তারা।

পাওয়ার প্লেতে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ভালো শুরু করেছিল শারজা। টম কোহলার-ক্যাডমোরের আগ্রাসী ব্যাটিং ছিল দেখার মতো। কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি তিনি। ১১তম ওভার থেকে প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শারজা। এর মধ্যে জোড়া আঘাত করেন ডোয়াইন ব্রাভো।

৪১ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৫ রানে থামেন ক্যাডমোর। এরপর শেষ দিকে পল ওয়াল্টারের ১৮ বলে ৪ চারে অপরাজিত ২৮ রানে ১৪৬ রানের সম্মানজনক স্কোর করে শারজা।

তাদের ৭ উইকেটের তিনটিই গেছে ডোয়াইন ব্রাভোর পকেটে। দুটি উইকেট নেন ইমরান তাহির।

লক্ষ্যে নেমে বেশি ভুগতে হয়নি এমআই এমিরেটসকে। মোহাম্মদ ওয়াসিম আবারও দারুণ ফর্মে। তার ৩৬ বলে ৪০ রানে জয়ের ভিত গড়ে দল। এরপর নিকোলাস পুরান তোলেন ঝড়। ২১ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জেতান ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ৪ উইকেটে ১৪৭ রান করে ফেলে এমআই এমিরেটস।

শারজার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন জুনায়েদ সিদ্দীক।