‘বড় বিপদ’ থেকে শিশুকে বাঁচালো পোষ্য কুকুর!

খেলনার বল নদীর পানিতে পড়ে গেছে। সেটা কুড়িয়ে আনতে যায় ছোট এক শিশু। শিশুটি বুঝতে পারেনি পানিতে নামলে তার বিপদ হতে পারে। কিন্তু ঠিকই বুঝতে পারে পোষ্য কুকুরটি। তাই তাকে অভিভাবকের মতো টেনে সরিয়ে দেয় পানির কাছ থেকে।

সম্প্রতি এমন একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, নদীর পাড়ে বসে রয়েছে একটি কুকুর। তার সামনে একটি বাচ্চা মেয়ে পানির দিকে এগিয়ে যাচ্ছে। কুকুরটি সম্ভবত বুঝতে পারে বিপদে পড়তে পারে শিশুটি। তাই সে দ্রুত এগিয়ে গিয়ে বাচ্চাটির জামা কামড়ে ধরে, টেনে আনে পিছনের দিকে। যতক্ষণ না নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া যায়, ততক্ষণ তাকে টানতে থাকে। তারপর নিজে গিয়েই নদীর জলে নেমে বলটি কুড়িয়ে আনে কুকুরটি।

তবে ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

১৬ সেকেন্ডের ভিডিয়োটি ১৬ জুন সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। টুইটারে ওই ভিডিও’র পোস্টে ইতিমধ্যেই প্রায় এক লক্ষ রিটুইট হয়েছে। ভিডিয়োটি দেখা হয়েছে প্রায় ৩৪ লক্ষ বার। প্রায় সবাই প্রশংসায় ভাসাচ্ছেন ওই পোষ্য কুকুরটিকে।