ভর্তি পরীক্ষা চলাকালে বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২০ মে ’বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা।

এরপর ২৭ মে ’সি’ ইউনিট (বাণিজ্য), ৩ জুন ’এ’ইউনিট (বিজ্ঞান) ও ৫ জুন ইসলামী বিশ্ববিদ্যায়ের ’ডি’ ইউনিটের (ধর্মতত্ত) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নির্দিষ্ট কিছু দিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৩ মে) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যায়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের এ, বি ও সি ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী ১৯ মে (শুক্রবার), ২০ মে (শনিবার), ২৬ মে (শুক্রবার), ২৭ মে (শনিবার), ২জুন (শুক্রবার), ৩ জুন( শনিবার), ৪ জুন (রবিবার) ও ৫ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।