মঠবাড়িয়ায় নিরাপদ পানি সরবরাহ ট্যাংক চাহিদার তুলনায় প্রাপ্তি কম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ জলাধার বা ট্যাংক চাহিদার বিপরীতে প্রাপ্তি অপ্রতুল হওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট শতভাগ দূর করতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বরাদ্দকৃত ৩০ হাজার ট্যাংক পাওয়ার জন্য প্রায় ৮০ হাজার পরিবার স্হানীয় সাংসদ ডাঃ রুস্তম আলী ফরাজীর নিকট আবেদন করেছে। এর মধ্যে ৭ হাজার ৪ শত পরিবারকে ট্যাংক প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্ত করে বিতরণ কার্যক্রম চলমান আছে।

আবেদনকারী পরিবারগুলোর মধ্যে চাহিদানুযায়ী সন্তোষজনক হারে ট্যাংক বিতরণ করতে হলে মঠবাড়িয়া উপজেলার জন্য নির্ধারিত ট্যাংক এর চেয়ে আরও কমপক্ষে ২০ হাজার পানির ট্যাংক নতুন করে বরাদ্দ প্রয়োজন বলে জানান ভুক্তভোগীরা।

মঠবাড়িয়ার অধিকাংশ এলাকায় টিউবওয়েল ফিট না হওয়ায় পানি সংকট রয়েছে। স্লুইসগেট করায় খাল বিলুপ্ত হচ্ছে। পর্যাপ্ত পুকুর নেই।যা আছে তার অধিকাংশের পানিই ব্যবহার অনুপযোগী।

শুষ্ক মৌসুমে পানির চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্হা না থাকায় গ্রাম গঞ্জে পানি সংকটে হাহাকার থাকে।

বিশুদ্ধ পানির চাহিদা অনুযায়ী ব্যবস্হা না থাকায় দূষিত পানি পান করে মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়।

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, মঠবাড়িয়া উপজেলায় ৩০ হাজার পানির ট্যাংক বরাদ্দ আছে।যা চাহিদার তুলনায় খুবই কম।আরও নূন্যতম ১০ হাজার ট্যাংক নতুন বরাদ্দ প্রয়োজন।