মালিঙ্গার বাড়িতে সদলবলে দাওয়াত খেলেন কোহলিরা

সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই প্রতিপক্ষের ক্রিকেটারদের বাড়িতে দাওয়াত খাওয়া চলছে ভারতীয় দলের। আজ সিরিজের শেষ ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। তার আগে গতকাল শনিবার রাতে লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গার বাড়িতে দাওয়াত খেতে গেল ভারতীয় দল।

টেস্টের পর ওয়ানডে সিরিজেও কোহলিদের সামনে হোয়াইটওয়াশের হাতছানি। শেষবার ২০১৪ সালে ভারতের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার এই প্রেমাদাসাতেই সিরিজের ব্যবধান ৪-০ করেছিল ভারত। ওই ম্যাচে লঙ্কান দলের নেতৃত্বে ছিলেন লাসিথ মালিঙ্গা। ১৬৮ রানের বড় পরাজয়ের স্বাদ পেতে হয়েছিল সেদিন। কিন্তু মাঠের খেলা তো মাঠেই সীমাবদ্ধ; ওই ম্যাচের পরেই ভারতীয় দলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

মালিঙ্গার বন্ধু-বান্ধবীদের সঙ্গে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ছবিতে ধাওয়ান ক্যাপশন দেন ‘শ্রীলঙ্কার ক্রিকেটার মালিঙ্গার বাড়িতে ডিনারে দারুণ সময় কাটালাম।

আইপিএলে তার সতীর্থের ডিনারের ছবি পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ানস ক্যাপ্টেন রোহিত লিখেছেন ‘গ্রেট নাইট উইথ গ্রেট ফ্রেন্ডস’।