ছিলেন ভয়ংকর চোর, এখন তিনি পেশাদার মডেল

হাতে ডানে বাঁয়ে সামনের দিকে তাকিয়ে অপরাধীর ছবি আমরা দেখেছি বটে। কিন্তু সেই ছবিই যদি নিয়ে আসে জীবনের অন্যরকম বাঁক?

নাম মেখি আলান্তে লাকি। বাড়ি আমেরিকার নর্থ ক্যারোলিনায়, বয়স ২০। সেন্ট ক্লেয়ার মডেলিং এজেন্সির হয়ে বিজ্ঞাপনে কাজ করছে সে।

এখনও পর্যন্ত গোটা বিষয়টায় অস্বাভাবিকত্ব কিছু নেই। কিন্তু আসলে আছে। শুনলে অবাক হবেন, ২০ বছরের এই সদ্য তরুণ কেরিয়ার শুরু করে মডেল হিসেবে নয়, চৌর্যবৃত্তিতে হাত পাকিয়ে। গত বছর এপ্রিলে গাড়ি চুরি করে পালিয়ে বেড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় তার মুখের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।

কালো ছেলেটি চোখে পড়ার মত হ্যান্ডসাম। কিন্তু সব থেকে আশ্চর্য, তার দুই চোখ।

নানা রঙের এমন চোখ হয় বিরল এক জেনেটিক কারণে যার নাম হেটেরোক্রোমিয়া। সেন্ট ক্লেয়ার মডেলিং এজেন্সি জানিয়েছে, লাকির ছবি দেখেই তারা বুঝে যায়, এই তাদের আদর্শ মডেল। তারপরেই তাকে তারা চুক্তি সই করায়।

ব্যাস, পাল্টে গেল চোরের ভবিষ্যৎ। পেশাদার মডেল হিসেবে এখন নানা দেশের মার্জার সরণিতে হেঁটে বেড়ায় লাকি। শিগগিরই নিউ ইয়র্ক ফ্যাশন সপ্তাহেও হাঁটবে সে।