মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত দুই, আহত ৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

রোববার (৫ মার্চ) ভোর চারটার দিকে গজারিয়া অংশের দড়িবাউশিয়া (বক্তারকান্দি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী দুলাল ও মোহাম্মদ হোসেন। গুরুতর আহত বাসচালকসহ মোট পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, বিদেশ থেকে আসা এক স্বজনকে বাড়ি আনার উদ্দেশ্যে মাইক্রোবাসের যাত্রীরা কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।

তিনি জানান, ভোর চারটার দিকে বাউশিয়া এলাকায় পৌঁছালে পিছনদিক থেকে একটি কাভার্ডভ্যান মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।

এসময় মাইক্রোবাসটি বিপরীতমুখী শান্তি পরিবহনের বাসের সাথে ধাক্কা লাগলে বাসটি পথের পাশে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এতে বাসচালক গুরুতর আহত হন। আর মাইক্রোবাসের পিছনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ সকালেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আর দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস, বাস ও কাভার্ডভ্যানটি তাদের হেফাজতে রয়েছে।