জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আব্দুস সালাম বিজয়ী

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) শান্তিপুর্ন নির্বাচনে অ্যাডভোকেট আব্দুস সালাম কাপ পিরিচ মার্কায় ১৭৬ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল আনারস মার্কায় পেয়েছেন ১১৫ ভোট।

১ নম্বর ওয়ার্ড মেহেরপুর সদর থেকে ইমতিয়াজ হোসেন মিরন ৫৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট।

২নং ওয়ার্ডে সদস্য পদে আজিমুল বারী নির্বাচিত হয়েছেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে আজিমুল বারী ২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাস হোসেন শিলু পেয়েছেন ১৭ ভোট।

৩ নম্বর ওয়ার্ড গাংনী উপজেলা থেকে ৫৪ ভোট পেয়ে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিরুল ইসলাম ৫০ ভোট পেয়েছেন।

মহিলা সংরক্ষিত (মেহেরপুর-মুজিবনগর) ১নং ওয়ার্ডে সদস্য পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামিম আরা হীরা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস আরা পেয়েছেন ৬২ ভোট।

এছাড়া মহিলা সংরক্ষিত (গাংনী) ২নং ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শাহানা ইসলাম শান্তনা।
ভোট গননা শেষে রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুনসুর আলম খান বেসরকারীভাবে এই ফলাফল ঘোষনা করেন।