রাস্তার যানজটের কারণে দেরিতে উড়লো বিমান!

বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়। কিন্তু ঢাকার রাস্তায় যানজটের কারণে ফ্লাইটটি তার শিডিউল ঠিক রাখতে পারল না। যানজটের জন্য দেড়ঘন্টা ধরে শাহজালালে অপেক্ষায় থাকে ফ্লাইটটি। যার ফলে চরম বিরম্বনার মধ্যে পড়তে হয় দুশতাধিক যাত্রিকে।

জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৩৫ ফ্লাইটের উড্ডয়নের কথা ছিল। এর পাইলট ছিলেন ক্যাপ্টেন ইলিয়াস। কিন্তু ঢাকার রাস্তার যানজটে আটকা পড়েন তিনি। এর ফলে তিনি বিমানবন্দরে যথাসময়ে আসতে পারেননি। ফলে দুই শতাধিক যাত্রীকে দেড় ঘণ্টা অনবোর্ড করে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টায় ফ্লাইটটি উড্ডয়ন করে। চট্টগ্রাম হয়ে রাতেই ফ্লাইটটির জেদ্দা যাবার কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, ইফতারের আগ মুহূর্তে যানজট রাজধানীর পরিচিত রূপ। পাইলট বাসা থেকে সময়মতোই রওনা দিয়েছিলেন। বিমানবন্দরে ঠিক সময়ে হাজির হতে পারেননি। তাই দেড় ঘণ্টা বিলম্বে ফ্লাটটি রাত সাড়ে ৮টায় শাহজালাল থেকে উড্ডয়ন করে।