লালমনিরহাটের কালীগঞ্জে এক গাভীর দুটি বাচ্চা প্রসব

লালমনিরহাটের কালীগঞ্জে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। রোববার (২৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া সুকানদিঘী এলাকার আব্দুল আজিতের বাড়িতে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়।

একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে আজিতের বাড়িতে।

গাভীর মালিক আব্দুল আজিত বলেন, আমার গরুটা যখন গাভীন ছিল সাধারণ গরু যেমন থাকে আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়। কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি। আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব।

বাচ্চা দু’টি দেখতে আসা শাহ সিরাজ বলেন, এক গাভীর পেটে এক সাথে দুইটি বাছুরের জন্ম দেওয়া এই প্রথম দেখলাম। বিষয়টা আশ্চার্যজনক। আমার কাছে অনেক ভালো লেগেছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন জানান, এটি অস্বাভাবিক ঘটনাই বলতেই হয়। ওই গাভীর দুটি ডিম্বাণু হওয়ায় দুটি বাছুর প্রসব করেছে। সচরাচর এমনটি ঘটে না। গাভী এবং বাচ্চা দুটি এখন সুস্থ আছে। আপাতত কোনো সমস্যা পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমার যাওয়া সম্ভব হয়নি। তবে যে কোনো সময় আমরা সেখানে যাবো।