লালমনিরহাটের পাটগ্রামে ৬১ বিজিবির জনসচেতনতা মূলক সভা

লালমনিরহাটের ঘটিকায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) উদ্যোগে রোববার (২৭ আগস্ট) ১নং শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকাস্থ মাষ্টারবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন তিস্তা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ নাজমুস সাকিব। উক্ত সভায় বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ আলী, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন, সাংবাদিক মোঃ রমজান আলী প্রমুখ।

শ্রীরামপুর ইউনিয়নের জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারন অংশ নেয়।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগনের সচেতনতা ও মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সভার আয়োজন করে। উক্ত জনসচেতনতামূলক সভায় অবৈধভাবে সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত হত্যার কুফল, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার, অন্যান্য চোরাচালানী মালামাল পাচার, গবাদিপশু পাচার এবং আন্তঃ সীমান্ত অপরাধসহ সীমান্তে শূন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে গবাদিপশু না চড়ানোর বিষয়ে বিজিবি কর্তৃক আলোচনা করে।