সাতক্ষীরার কলারোয়ায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

সাতক্ষীরার কলারোয়ায় ৩০জন প্রান্তিক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮আগস্ট) সকালে উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি এলাকার ওই কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়। সেসময় তাদের মাঝে সাটিফিকেট প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসার সুভ্রাংশু শেখর দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ড. মোহাম্মাদ হুমায়ন কবীর।

এসময় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি অফিসার নাজমুল মোড়ল, গৌরাঙ্গ জোয়াদ্দার প্রমূখ।