সাতক্ষীরার কালীগঞ্জে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কমিটির মাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কালীগঞ্জে লবণাক্ত পানি মিষ্টি ও বিশুদ্ধকরণ কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (৪ সেপ্টেম্বর) শনিবার বেলা ১২ টায় উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পানি বিশুদ্ধকরণ কমিটির সভাপতি সাবিনা ইয়াসমিন লাভলীর সভাপতিত্বে ও নবযাত্রা প্রকল্প এমসিএফ হুমায়ুন কবীর হান্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌতলা ইউনিয়নের ৭-৮-৯ এর সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাহাফুজা খাতুন, ৮ নং ওয়ার্ডের সদস্য ফেরদাউস মোড়ল, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, নবযাত্রা প্রকল্পের এএসএসও রুমানা হক, আবদুর রশিদ পল্টু, আশরাফুল ইসলাম সহ পানিয়া ভিডিসি কমিটির এক ও দুই এর সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সবাই গ্রাহক বৃদ্ধি করার জন্য সাপ পানির প্লান্ট স্থাপন করা, গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে বিশুদ্ধ পানি পান করার জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করা ও নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা এই তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়।