সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ওই ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদ মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী তার চাচাতো ভাই মামুন জানায়, সন্ধ্যার দিকে ইউনিয়ন পরিষদে স্থানীয় জনগণকে নিয়ে কথা বলার সময় ৭/৮ টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি চেয়ারম্যানের মাথার একপাশে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা গুলি করে ক্ষ্যান্ত হয়নি। তাকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয় জনগণের ডাকচিৎকারে সন্ত্রাসীরা ফের মটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যানকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করেন।