সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের রেজিষ্ট্রেশন চলছে

মুজিব বর্ষ উপলক্ষে সমাজের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে ১০ হাজার বেকার যুবক যুবতীকে দক্ষ করে গড়ে তুলে প্রতিমাসে দক্ষতার ভিত্তিক কাজের বিনিময়ে ৩০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য নিজস্ব স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ ও ফেসবুক একাউন্ট থাকতে হবে। যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তাদেরকে সরাসরি সাতক্ষীরা আইটি ফার্মে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

এছাড়াও ২৪ জুলাই রবিবার থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পযর্ন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। রেজিস্ট্রেশন করতে অথবা বিস্তারিত জানতে হটলাইন নাম্বার (০১৭০৭-৪৯০২০৩) যোগাযোগ করতে বলা হলো।