সিরাজগঞ্জের কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদানে অনিয়ম!!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার (কোভিড -১৯) টিকা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম ডোজ টিকা গ্রহনের কেন্দ্রেই দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও নিয়ম ভেঙ্গেছেন ওই হাসপাতালের স্বাস্থ্য সহকারি ফারুক হাসান।

তিনি শনিবার (১৭ এপ্রিল) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিজে তার শাশুড়ি রহিমাকে টিকার দ্বিতীয় ডোজ পুশ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, রহিমা খাতুন টিকার প্রথম ডোজ নিয়েছিলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ বিষয়ে ফারুক হাসানকে জিজ্ঞাসা করলে প্রথমে টিকা দেয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে তার হাতে থাকা টিকা প্রদানের কার্ড দেখে জিজ্ঞাসা করতেই তিনি সব স্বীকার করেন।

এসময় তিনি বলেন, “আমার শাশুড়ি সরকারি চাকরি করেন। আমার এখানে সুবিধে হওয়ায় তাকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।”

এসময় তিনি সাংবাদিককে এ ব্যাপারে নিউজ না করার জন্যও অনুরোধ করেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, “টিকা প্রদানে নিয়ম ভাঙ্গার কোন সুযোগ নেই। এরপরও কেউ নিয়ম ভেঙ্গে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।”